উত্তরদিনাজপুর

একগুচ্ছ দাবি নিয়ে এস.এফ.আই রাজ্য কমিটির মিছিল ও সমাবেশ

প্রিসাইডিং অফিসার শিক্ষক রাজকুমার রায়ের হত্যার বিচার সহ একগুচ্ছ দাবি নিয়ে বুধবার এস.এফ.আই-এর রাজ্য কমিটির ডাকে উত্তরবঙ্গ ভিত্তিক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে। রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে এই ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন এস এফ আই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য এবং জে.এন.ইউ সম্পাদক দীস্পিতা ধর সহ অন্যান্য ছাত্র নেতৃত্ব। সমাবেশ শুরুর আগে সিপিআইএম ছাত্র সংগঠনের ছাত্র-ছাত্রীদের সুবিশাল র‍্যালী রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করে।

    অবৈধ ভাবে টাকার বিনিময়ে কলেজ গুলিতে ছাত্র ভর্তির প্রতিবাদে ও মেধার ভিত্তিতে ভর্তির দাবিসহ রায়গঞ্জে পঞ্চায়েত ভোটে প্রিসাইডিং অফিসার তথা স্কুল শিক্ষক রাজকুমার রায়ের মৃত্যুর ঘটনার বিচারের দাবি নিয়ে এক বিশাল ছাত্র সমাবেশের ডাক দেয় সিপিআইএম এর ছাত্র সংগঠন এস এফ আই এর রাজ্য কমিটি। উত্তরবঙ্গের সবকটি জেলার কয়েক হাজার ছাত্র-ছাত্রী এই সমাবেশে যোগ দেয়। রায়গঞ্জ শহরের ইনস্টিটিউট মঞ্চে এই ছাত্র সমাবেশে যোগ দিয়ে এস.এফ.আই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য ও জে এন ইউ সম্পাদক দীস্পিতা ধর রাজ্যের শাসকদলের লাগামহীন সন্ত্রাস, কলেজগুলোতে টাকা নিয়ে ভর্তিসহ একাধিক দুর্নীতি নিয়ে সরব হন। এদিনের এই ছাত্র সমাবেশ থেকে দাবি তোলা হয় অবিলম্বে কলেজগুলিতে মেধার ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। এরই পাশাপাশি গত ১৪ ই মে পঞ্চায়েত নির্বাচনে রায়গঞ্জের বাসিন্দা রহতপুর হাই মাদ্রাসার শিক্ষক রাজকুমার রায়ের মৃত্যুর ঘটনায় ন্যায় বিচারের দাবিও তোলা হয় এদিনের এই ছাত্র সমাবেশে।